১১৬ বার পড়া হয়েছে
উল্কাপিণ্ড
মোকাররম বিন হাসেম
আমি মানুষের অহংকার
দেখে হাসি,
অহংকারগুলো পায়ের
তলায় বাজায় যে বাঁশি
কত বিভৎস রূপে
এসে দাঁড়ায়;
সবকিছু হারিয়ে এসে
দাঁড়ায় পায়ের তলায়।
অহংকার তুমি বড়-ই বেরহম,
চিন না জাত আর বেজাত;
শিক্ষিত আর কুশিক্ষিত,
তুমি বড়-ই নিষ্ঠুরতম অদ্ভুত।
এর অধঃপতন এতো নির্দয়
পাষাণ হৃদয় দেখে হয় সংকিত,
সাময়িক সুখে ভুলে যাই
কতো শত দুঃখের ক্ষত।
তোমাদের আর্তচিৎকারে
বারেবারে ব্যথিত হয়েছি,
জঘন্যতম অহংকার আমি
দূরে থাকতে বাধ্য হয়েছি।
পতনের হওয়ার সময়
লাগে কি বেশি,
সেতো নিজেই সর্বনাশী।
১ Comment
good;