১৪০ বার পড়া হয়েছে
ইচ্ছে পূরণ
মোঃ রাজিব হুমায়ুন
ইচ্ছে করে বিদ্যালয়ে
পড়ালেখা করি,
ন্যায়ের কথা লিখতে আজই
কলম হাতে ধরি।
ইচ্ছে করে আবাদ করি
সারাবছর জুড়ে,
দু’মুঠো ভাত পাবে সবাই
ক্ষুধা যাবে দূরে।।
ইচ্ছে করে পাখির মতো
ডানা মেলে উড়ি,
সব মানুষের খবর নিতে
করি ঘোরাঘুরি।
ইচ্ছে করে আলাদীনের
চেরাগ পেতে হাতে,
দুঃখ সবার মুছে গেলে
ইচ্ছে পূরণ তাতে।