২৫২ বার পড়া হয়েছে
মনে রেখো
মোঃ মাইদুল ইসলাম’
আমি বলছি
কেউ শুনছে কি জানি না,
আমি বলব
কেউ মানবে কি জানি না,
আমি আছি
আমি থাকবো যেকোনো প্রয়োজনে,
এটাই সত্যি
মিথ্যা নাটক আমি জানি না,
বন্ধু দেখো
চারপাশ আঁধারে ঢাকা,
বলো কতদিন?
এভাবে চলবে প্রহসন।
আমি ভাবুক
বলবো কথা আজীবন,
নাই ভয়
জীবন তো আমার একটা,
কি দাম?
এ বেঁচে থেকে সবার,
হও সোচ্চার
নাও ফিরে তোমার অধিকার,
মনে রেখো
এ জমিন তোমার আমার।
৩-১০-২১