২১২ বার পড়া হয়েছে
হে ইসরাইল
মোঃ মাইদুল ইসলাম
মার গুলি প্রাণ নেয়
তবুও অধিকার দেয়,
বুকের জমানো ব্যথা উঠবে ঝড়
হুঁশিয়ার হও দখলদার।
বিশ্বের কোণে কোণে জন্ম নিচ্ছে নব্য তুর্কি
কত রুখবে, কত আছে তোর বন্দুক,
উত্তাল সমুদ্রে তুই শুধু এক কণা
“হে ইসরাইল” এখন থেকে হও সাবধান।
রক্তের হোলি দেখে, জানি তোর চোখ কাঁদে না
তোর অনুসারী যারা, তারাও মানবতা মানে না।
তুমি আজ অন্ধ
সব জায়গায় করো দ্বন্দ্ব,
আর নয় বসো এক টেবিলে
দোহাই খেলো না আর নতুন খেলা।
ভেঙে দিও না ধৈর্যের বাঁধ
অপেক্ষায় থাকো আসবে নতুন আঘাত,
অনেক হারিয়েছি আর নয়
প্রতিশোধ নেওয়ার এখনই সময়।
১ Comment
very good response; congratulations