“ব্যবহার”
বিজ্ঞ লোকের শুনলে কথা
দূর করে সব মনের ব্যথা
টানবে কান আসবে মাথা
সবই জানেন ভাগ্যবিধাতা।
নম্রতা-ভদ্রতা আদব-শিক্ষা
আচার আচরণ মুখের ভাষা
বংশ গুণ পারিবারিক দীক্ষা
সকল চাওয়ার শ্রেষ্ঠ আশা।
নিন্ম মানের বীজ বপনে
ফসল ভালো হয়ে না জানি
ভালোর আশা সবাই করি
ভালো বীজ ঘরের রানী।
দুধ ভালো তো ঘি ভালো
সর্বজনে কয়
বংশের পরিচয় ব্যবহারে
প্রেম দিয়ে তাই করো জয়।
দু দিনের এই দুনিয়ায় মোরা
ব্যস্ত যোগার করতে আহার
আঘাত দিও না কারো মনে
মরলে দুনিয়ায় থাকে ব্যবহার।
“মনোবল”
আমি শ্যাম বিরহে বিরহিণী
বলুক লোকে কলঙ্কিনী
চোখের জলে বুক ভাসিয়ে
শ্যামের আশায় অভাগিনি।
ডাকলে ফুরায় মনের জ্বালা
দেখিনা স্বয়ং যারে
সপে দিলাম তাই তনু মনে
ভালোবেসে সব তাঁরে।
আমি অধম শ্যাম বিরহীনি
ফেলছি একা চোখের জল
ভক্তি দিয়েছি একক চিত্তে
কী হয় দেখি কর্মফল।
চাইলে তাঁরে মিলবে জানি
দিলের প্রদীপ কালো
মন মন্দিরে জালাই প্রদীপ
জলবে তাতেই আলো।
ভক্তি করি নতশিরে
ফেলছি চোখের জলে
পাইতে পারি শ্যাম কালারের
কলবের মনোবলে।
“পশু পাখি”
মানুষকে পারি না পোষ মানাতে
পাখিকে করেছি পোষ
ভয় নেই তার মনিবের কাছে
নেই কোন তার আফসোস।
মনিব খাচ্ছে পেটের ক্ষুধায়
শালিক ঘুরছে তার পাশে
কখনো কাঁধে কখনো হাতে
কখনো উড়ছে মন উদাসে।
মানুষ হয়ে চিনতে পারিনি
মনিবের রুপ যে কি
সময় গেলে সাধন হবে না
বুক চাপারায়ে লাভ কি।
আযান দিলে কুকুরে যদি
দেয় জবাব বারে বারে
মানুষ হয়ে দেই না জবাব
ঘুরছি শয়তানের ধারে।
পোষ মানাও পশু পাখিকে
ভুলবে নাতো কভু
জীবন দিয়েও বাঁচাবে প্রাণ
মানবে তোমায় প্রভু।
________________
মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া।
পুলিশ পরিদর্শক নিরস্ত্র।।
৩ Comments
বাহ্।সুন্দর কবিতা।ভাল লাগল পড়ে।
শিক্ষামূলক কবিতা
লেখক এর জন্য রইল শুভকামনা।আপনার কাছ থেকে আরও এমন বাস্তবধর্মী কবিতা আশা করছি।