ক্ষমা
উদার চিত্তে ক্ষমে যেই জন
ছড়ায় তাহার গুনের জ্যোতি,
চাহিলে ক্ষমা করে দেয় মার্জনা
দয়ার বলে জগত পতি।
তবে কেন রাগ পোষ মনে
পাল্টে ফেল তোমার রীতি,
সকলই রবে ভবে গ্রাসিলে মরন
কৃতকর্ম হবে তোমার সাথি।
এতেই মোর সুখ
আমি হতে পারিনি ভবে তেমন কারোর প্রিয়জন,
তবে অনেকেরই আবার হয়েছি আমি প্রগাঢ় প্রয়োজন।
পাওয়া না পাওয়ার বেদনায় কাঁদে না বুক,
বিলাই নিজেকে অন্যের তরে এতেই মোর সুখ।
এটাও নহে কোন অংশে কম পাওয়া বটে?
জন্মে নর রূপে মধুময় এই ধরনীর তটে।
মরনে যদিও কাঁদিবেনা কেহ স্মৃতির পটে।
ফরিয়াদ
সনেট কবিতা
অমবস্যার আঁধারে ঘেরা গতি পথে
জরাজীর্ণ জীবনের অন্ধ ন্যায় চলা।
কিছুই হেরিনা মম রেখে আঁখি খোলা,
লেনাদেনা সব যেন বিষাদের সাথে।
ভরসা রেখে খোদার চলি এই ব্রতে
পাব আলোর সন্ধান মিটে যাবে জ্বালা।
করি বিশ্বাস, মুহুর্তে -চাহিলে মাওলা,
কুদরতি ইশারায় সব পারে দিতে।
বিশ্বাস ভক্তি প্রণয় একাধারে তিন
যে রাখে আল্লাহ্ তরে দৃঢ় চিত্তে সদা,
ঠেকে না কভু সে জন এপার ওপারে।
ভজিতে জানিনা প্রভু আমি দীনহীন
দিয়ে রহমতে দৃষ্টি ক্ষম মোরে খোদা,
যত বালা-মুসিবত দাও দূর করে।