২০০ বার পড়া হয়েছে
প্রতিবাদী কলম
মোঃ ইসরাফিল হোসাইন (আরব আমিরাত)
তারিখঃ ২৫/০৭/২০২১ইং
কলম আমার চলছে রে ভাই
চলবে অবিরত,
কারো কাছে করবো না তো
আমি মাথা নত।
সত্যের পথে লেখা লেখি
যাবো আমি করে,
যে যাই বলে বলুক তারা
লেখা আমার পড়ে।
লেখি ছন্দ কেউবা মন্দ
কেউবা ভালো বলে,
আমার লেখা ছাড়ো দেখা
যদি কারো জ্বলে।
অন্যায় দেখলে কলম কিন্তু
থামবে না যে আর,
জুলুমকারী অত্যাচারী
পাবে না কেউ ছাড়।
লেখার মাঝে ধরবো তুলে
অপরাধ হয় যত,
এভাবেই ভাই যাবো লিখে
হবো নাতো নত।
২ Comments
অনেক অনেক সুন্দর প্রতিবাদী আত্ম সমর্থন মূলক লেখা
good job; good response.