৪৩ বার পড়া হয়েছে
বিলাপ
মোঃ আব্দুল্লাহ আল মামুন (টাঙ্গাইল)
ভাই আর মেরোনা
লাগছে বেজাই
দম ফুরিয়ে যায়,
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে
পড়ছি তোমায় পায়।
তুমি মানুষ আমিও তাই
আর দিওনা জালা,
ভাই… চোখের সামনে
দেখছি আমি ,মরণ ফুলের মালা।
ও ভাই ,একটু ওদের বল কিছু
নাও কেড়ে ঐ হাতের দা,
দেখ আমার দেহ কেটে
করছে ওরা কেমন ঘা।
আহা বউটা আমার যাচ্ছে লড়ে
একাই ওদের শনে,
এতোটুকুও নাই কি বিবেক
এতো লোকের মনে।
বউ রাখতো ওসব ,দৌড়ে পালা
আমিও চলে যাই,
দেখা হবে পরপারে
খোদার কাঠগড়ায় ।
১ Comment
Excellent