সমাজের হালচাল
রচনায়: আনোয়ার নরসিংদী
তাং ২৫/৭/২০
সমাজ মোদের ভালো ছিল
ছিল না কোন কোলাহল ।
কতক লোকের সমাহারে
চলছে সমাজে রংমহল ।
নাচে গানে ভরে গেছে
সমাজ হলো নষ্ট ।
ছেলে মেয়েদের চালচলনে
মনে বড় কষ্ট ।
মান্য গণ্য ভুলে গিয়ে
নিজের মতে চলে ।
মুরুব্বীদের কথা বার্তা
কানে নাহি তোলে ।
ঘরে ঘরে বাধ্য যন্ত্র
চলে রাত দিন ।
বাড়ীর মালিক কয় না কিছু
সমাজ হচ্ছে হীণ।
সমাজের ছেলে মেয়েরা
ছিল অনেক ভালো।
এখন দেখি গার্ডিয়ানদের
মুখ যে সবার কালো।
সমাজ জুড়ে চলছে নেশা
জুয়া খেলার ধুম।
বেপর্দাতে চলছে নারী
বললে হয় গুম।
সমাজপতি নাই সমাজে
আছে পাতি নেতা।
গায়ের জোরে বলে কথা
সমাজ তাদের কেনা।
বিচার আচার দেন দরবার
টাকার বিনিময়ে চলে।
সঠিক বিচার পায় না কেহ
আল্লাহকে তাই বলে।
অসহায়দের অহাজারিতে
আল্লাহ হলেন নারাজ।
তাই করোনা পাঠিয়ে দিলেন
গড়তে ভালো সমাজ ।