১৪৫ বার পড়া হয়েছে
আকাশ কুসুম
মেহেদী সালাউদ্দীন
চাঁদের দেশে আলোর মেলা
লাগে কত ভালো
চাঁদের আলো ছড়ায় যখন
ঘুচায় রাতের কালো।।
খোকা দেখে খুকী দেখে
আকাশ পানে চেয়ে
চাঁদটা যদি যেত ছোঁয়া
বাঁশের মইটি বেয়ে।।
খোকা নিত খুকী নিত
হত ভাগাভাগি
কম পড়িলে সবার ভিতর
হত রাগারাগি।।
আকাশের চাঁদ আকাশে থাক
দেখি নয়ন মেলে
এইতো ভালো চাঁদের আলোয়
যাচ্ছি মোরা খেলে।।
২ Comments
very good response. Congratulations.
Thanks a lot of honorable