মেসির হাতে সোনালি ট্রফি
তসলিমা হাসান
মেসির হাতে সোনালি ট্রফি
পূর্ণতা পেয়েছে দেখো,
ইতিহাসের পাতায় আরও একবার
খোদাই করে লেখো।
যুদ্ধ করে জয় পাবে না
এটা কি কখনো হয়?
মেসির জন্য লড়েছে যারা
ছিনিয়ে এনেছে জয়।
বিশ্ব জয়ে নতুন করে
ফুটলো মুখে হাসি,
সেরাদের মধ্যে সেরা হলেন
নাম তার মেসি।
যার ঝুলিতে শত অর্জন
আক্ষেপ একটাই ছিল,
বিশ্ব মঞ্চে চমক দেখিয়ে
সোনার ট্রফি নিল।
কে বলবে আর জিতেনা
মেসির এই দল?
ট্রফির সাথে নিজের জন্য
অর্জিত সোনালি বল।
এমন খেলা কেউ দেখেনি
শত বছর ধরে,
সোনালি ট্রফির ছোঁয়া পেল
তিন যুগ পরে।
মেসির জন্য কেঁদেছি আমি
কেঁদেছে গোটা বিশ্ব,
আজ বিশ্ববাসী দেখলো আবার
শৈল্পিক খেলার দৃশ্য।
—————————-
তসলিমা হাসান
কানাডা, ২৮-১২-২০২২