রেডিয়েন্ট ফার্মা কাপ গল্ফ টুর্নামেন্ট এ রানার আপ ট্রফি অর্জন করলেন মেজর পলক রহমান:
গত ২-৪ অক্টোবর ‘২৩ সাভার গল্ফ ক্লাবে “রেডিয়য়ন্ট ফার্মা কাপ গল্ফ টুর্নামেন্টে” অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে দেশ এবং বিদেশের বিভিন্ন ক্লাব থেকে আগত প্রায় সাড়ে তিনশো গল্ফার অংশগ্রহণ করে। সাভার গল্ফ ক্লাব সাভার ক্যান্টনমেন্টের পাশেই অবস্থিত। এই গল্ফ ক্লাবটি ১৮ হোলের। এটা খুব চ্যালেঞ্জিং কোর্স দ্বারা পরিবেষ্টিত। চুড়ান্ত দিনে সাভার ক্যান্টনমেন্টের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) সর্বশরীরে উপস্থিত থেকে বিভিন্ন কেটাগরিতে চ্যাম্পিয়ন ও রানার আপদের মধ্যে সুন্দর এই ক্রেস্ট প্রদান করেন।
বিশিষ্ট কবি, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেজর সৈয়দ মোখলেসুর রহমান (অব:) ওরপে পলক রহমান “রেডিয়েন্ট ফার্মা কাপ গল্ফ টুর্নামেন্টে” এ অংশগ্রহণ করে অনেক প্রতিযোগীকে উতরিয়ে রানার আপ ট্রফি পেলেন। অভিনন্দন কবিকে।