১৬৫ বার পড়া হয়েছে
মেঘ বিকেলে
নুসরাত রীপা
একটা ময়লা বিকেল ঝুলে আছে নগরীর গায়
দূরে এক বাড়ির ছাদে একা একা দোল খাচ্ছে বিরহী দোপাট্টা
টেবিলে নিবিষ্ট বসে বিসিএস গাইড পড়ে বেকার তরুণ
সামনের বাড়ির দোতলায়
বিকেলটা দোল খায় মেঘ ভেজা করুণ বাতাসে
আইল্যান্ড জুড়ে থাকা গাছের পাতায়
পরিশ্রান্ত পা ঘরে ফিরতে উদ্গ্রীব,যানজটে কোলাহলে
চুপসানো বেলুনের মতো স্বপ্নরা গুটিসুটি বুকের ভেতর
ল্যাম্পপোস্টের গায়ে পানের পিক ছুঁড়ে দিয়ে
কেউ কেউ হেঁটে যায় নির্বিকার
দুমড়ানো মুচড়ানো মেঘ গুলো দিব্যি ঘুরে বেড়ায়
বিষণ্ণ মুখে
জানলায় দাঁড়িয়ে দেখি সেই বিষন্নতা এসে ভর করে আমার দুইচোখে।
১ Comment
congratulations