মেঘ বালিকা- তুমি বৃষ্টিতে ভিজে যাও
দেবদুলাল বণিক
প্রচন্ড বৃষ্টি বইছে
প্রকৃতির বুক ভেঙ্গে
ঝড় যেন থামছেই না
ক্ষণে-ক্ষণে থেমে-থেমে
কবিতার ছন্দের মতো বৃষ্টি পড়ে ,
বৃষ্টি পড়ে –
আমার প্রিয়ার ঠোঁটে-বুকে
মায়াবী প্রান্তরে
ভিজে উঠো প্রিয়া- তুমি ভিজে উঠো
দেখো –
প্রশান্তির ছোঁয়া লাগবে প্রাণে ,
আজ না থামুক বৃষ্টি
সকাল দুপুর- প্রিয় সন্ধ্যাবেলায়
বৃষ্টির ভেতরে স্নাত হোক শরীর –
শুদ্ধের ভেতরেই তুমি জেগে রও।
ঝরো ঝরো বৃষ্টির জলে
তুমি নাচতে পারো
এক পায়ে নুপুরে
তোমায় অনিন্দ্য দেখায় ,
টুপটাপ – টুপটাপ বৃষ্টির ছন্দে
তুমি গাইতে পারো গান
তোমার গানের মধুর কন্ঠে –
থেমে যাবে বৃষ্টির কলরব ,
মেঘ বালিকা তুমি বৃষ্টিতে ভিজে যাও
তবেই উষ্ণতায় জেগে উঠবে মন
মন ভিজে গেলেই
খুঁজে পাবে মন
কারো না কারো মন এসে
ভালবাসা দেবে
তুমি হবে –
মেঘের ভেতর মেঘকুমারী ,
মেঘবালিকা
ভালবাসা জানলে ভালবাসা হয়
প্রেমের মাঝে থেমে যায় বৃষ্টি –
মন খুজে পায় অন্যরকম বিশ্বাস।
উদাসী বৃষ্টির ভাবনায়
তুমি কিছু ভেবো না
কালো মেঘের ভেলায় বৃষ্টি গুলো
মন তোমার ভাবিয়ে দেবে
তুমি সরে এসো মেঘবালিকা –
ঐ উদাস কালো মেঘ থেকে ,
মেঘ বালিকা –
চোখের কাজলে আজ নাই সাজো
ভিজে যাবে যে বৃষ্টিতে
আজ ভালবাসা
মেখে আসো সারা গায়ে –
থেকে যাও শুভ দৃষ্টিতে।।
___________
দেবদুলাল বণিক , সিলেট।
২৩/০৭/২০২৩ ইং