মেঘলা দিন
মহুয়া বাবর
আজ আমার মনের আকাশে
মেঘলা মেঘলা দিন,
মেঘের কাছেই তুলে রাখলাম
আমার সকল ঋণ।
মন খারাপের প্রহরে আমি
নিঃশ্চুপ এক পাথর,
আলো নেই স্পর্শ নেই
ঝাপসা দেখি কাতর।
শীতের ভোরে আনবো পেড়ে
রস ভরা সব হাঁড়ি,
প্রকৃতি যেন এই সুযোগে
দিলো আমায় আঁড়ি।
ফোঁটা ফোঁটা প্রজাপতিগুলো
আর তো এলো না,
রঙ বাহারে মাতিয়ে দিতো
ওদের রঙিন ডানা।
নিশিরাতে নিজ আকাশে খুঁজি
নক্ষত্রের চরাচর,
ঘুমের দেশে না যেতেই নামলো
মরীচিকার বাসর।
নতুন কোনো কবিতার উপমা
আসে নাতো চেতনায়,
ইচ্ছে হয় ডুব দিয়ে থাকি
নির্জন কচুরী পানায়।
এটা গুহা নয় ঘরও নয়
ঠিক যেন জীবন্ত কোনো কবর,
মৃতদের জন্য থাকে যেমন
নিঃসঙ্গ একটা কবর।
আহা ধর্মের কল বাতাসে নড়বে
সেইদিন কতো দূর,
মতলবীরাই এখন নিত্যনতুন
ফতোয়ার বাহাদুর।
এখানে আসে না যোগ্যতার বলে
স্বর্গীয় কোনো দূত,
জ্ঞানপাপীরাও অপশক্তির কাছে
হয়ে আছে যেন ভূত।
সোনার এই ভূ-খন্ডের মালিক
আমরা জনগন,
মাথানতকারী জাতি নই মোটেও
সবাই আপনজন।
একান্ন বছর পূর্ণ হলো যদিও
লড়াইটা ভীষণ ভারি,
প্রাপ্তির অপেক্ষাটা দিতে হবে তবু
সুদীর্ঘ পথ পাড়ি।