২৩৭ বার পড়া হয়েছে
মেঘদল।
(হোসনে আরা জেমী)
আমি সেই রাতে ছিলাম পাশাপাশি
অচেনা মানুষের ভীড়ে নক্ষত্রের দিকে চেয়ে
দেখছি আশ্চর্য মেঘদল,
তারায় খচিত নীল আকাশ
সারি সারি দেবদারু ছাঁয়ায়
লুকিয়ে থাকা জোছনার লুকোচুরি।
স্বপ্নভাসে জীবনের পথে স্মৃতির আল ধরে
মনে পড়ে সেই, ভাঙনের শব্দ, ঘড়ির টিকটক,
না পাওয়া আক্ষেপে নিজের কাছে হেরে যাওয়া!
ইচ্ছেরাও অনিচ্ছায় চেয়ে থাকে দূরে
সরল রৈখিক বিভেদের টানাপোড়নে
মিশে থাকে চিরোচেনা ধারাপাতে
অনিয়মগুলো নিয়মের অংক কষে
শরীর অবশ করে ঘুনপোকায়
চিৎকার উঠে নিউরনে বাঁচার
ধানসিঁড়ি, ঘাসফুল, ফড়িং
কাচপোকা ভালোবেসে।
______________
জেমী/টরন্টো/কানাডা; ০৯ ডিসেম্বার ২০২১
১ Comment
very good job; Congratulations.