১৯২ বার পড়া হয়েছে
মৃত্যুই শেষ সুষমা
(সুরমা খন্দকার)
অজস্র রজনী ঘুমাই না।
অপরিপক্ক ভুলের কাছে অভ্যস্ততা বনাম অভিমানরা যাকে গ্রাস করে,
সেতো নিজ থেকে নিস্পৃহ জীবনের সুচনা করে।
মৃত্যুর দিকে তর তর এগিয়ে যাওয়াই যে জীবনের নাম।
জীবনের সূচনাই যে মৃত্যুর জন্য।
পুরো জীবন যেন তিন ঘণ্টার সিনেমা।
এ যে পরম সত্য জেনো,
নির্মম সারকথা –
মৃত্যুই হলো শেষ সুষমা।
তবু স্বপ্নরা অর্গল ভেঙে আহত পাখির মতো ডানা ঝাপটায় ।
পুরোনো, গতদিনের স্মৃতির মতো
ফাঁক ফোকরে আটকে থাকে উড়ে বেড়ানোর স্বাধীনতা।
স্বপ্নরা দুঃখ আলিঙ্গন করে নিঃসঙ্গ স্বাধীন হয়।
অদ্ভুত মায়ার বৃষ্টিতে স্বপ্নরা কাঁদে একাকী।
কবিতার শেষ যতি চিহ্নের মতো স্বপ্নরা একা একেলা।
১ Comment
Congratulations