সমুখে প্রগাঢ় অন্ধকার
মুহা্ম্মাদ কিবরিয়া বাদল
বিভক্ত মানবতা-
সবল আর দুর্বল,ধনী-গরীব, নর-নারী, কিবা-
শিশু আর কন্যাশিশুতে, যে নামেই বলো-
চিহ্নিত সকলই অনৈতিকতার মূলে।
মানুষ নৈতিক জীব,এখন কথার কথা-
মানবতার সাথে নির্মম রসিকতা!
ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে মানবিক জীবনাচার-
কিবা নারী কিবা নর,
অথবা নিরপেক্ষ লিঙ্গের অধিকারী!
যার শক্তির প্রাবল্য যতো বেশী-
সেই তত বড় যালিম,
হউক সে নারী কিবা নর নতূবা অন্য কিছু-
স্রেফ স্থান কাল পাত্র ভেদে।
নৈতিক অবক্ষয়ের এ যে অনিবার্য ফলাফল।
সকল অশান্তির মূলে অনৈতিকতা বা নীতিহীনতা,
বিভক্তি বাড়ায় বিদ্বেষ আর ধ্বংস হয় মানবতা।
রুখে দাঁড়াও, রক্ষা করো প্রজন্মরে-
সমুখে প্রগাঢ় অন্ধকার!