স্মৃতিময় একাত্তর
মুহাম্মদ শফিকুল ইসলাম
তারিখ: ২৩/০৭/২০২১
স্বাধীনতা তুমি স্মৃতি মাখা মায়ের অশ্রু জল
স্বাধীনতা তুমি রক্তে রাঙা সবুজ চাদর
স্বাধীনতা তুমি ভাইয়ের হাতে অস্ত্র ঝনঝন
স্বাধীনতা তুমি বীরাঙ্গনা মা বোনের সম্ভ্রম
স্বাধীনতা তুমি ত্রিশ লক্ষ শহীদের তাজা প্রাণ
স্বাধীনতা তুমি বাঙলায় অমর অম্লান।
স্বাধীনতা তুমি বায়ান্নের পটভূমি
স্বাধীনতা তুমি শফিক, রফিক, সালাম,
জব্বার বরকতের তাজা প্রাণ
তোমাদের মুখেই ফুটে ছিলো প্রথম, মুক্তির জয়গান
ওই পথই মোদের জুগিয়েছে সাহস
প্রাণে দিয়ে ছিলো লেপন স্বাধীনতার সুঘ্রাণ
তোমরা মোদের লাল সবুজ পতাকা
এনেছো বাঙলা ভাষার সম্মান
স্বাধীনতা তুমি পাখির মুখে কিচিরমিচির সুর বিতান
তাই আজও তোমাদের করি স্বরণ,হৃদয় ভরা মান।
স্বাধীনতা তুমি পল্লী বধুর লম্বা ঘোমটা
স্বাধীনতা তুমি সাম্য ঐক্য সমতা
স্বাধীনতা তুমি তাকিয়ে থাকা মায়ের আর্তনাদ
স্বাধীনতা তুমি ফসলের মাঠে নির্মল সমীরণ
স্বাধীনতা তুমি সাতই মার্চে রেস কোর্স ময়দান
স্বাধীনতা তুমি বাঙ্গালী জাতির পূর্ণ অধিকার
স্বাধীনতা তুমি আকাশে বাতাসে দুরন্ত ঈগল
স্বাধীনতা তুমি কৃষকের হাসি কৃষাণের কাঁচি
গাইবো আমি স্বাধীনতার গান যতোদিন বেঁচে আছি।
২ Comments
অনেক সুন্দর কথামালায় সাঝানো একটি কবিতা,অভিনন্দন কবি
very good job; very good response.