২০৭ বার পড়া হয়েছে
করোনার টিকা
– মুহাম্মদ মাসুম বিল্লাহ
ভাত খাবো না টিকা খাবো
এই প্রশ্ন যাদের
চেয়ে দেখি অবাক হয়ে
নিত্য দেখি তাদের।
বেঁচে থাকার লড়াই চলে
বেঁচে থাকার লড়াই
২য় ডোজ টিকা নিয়ে
আমরা করি বড়াই।
সেই আমাদের যখন দেখি
রিপোর্ট পজেটিভ
ওদের দেখি হর হামেশা
কেবল নেগেটিভ।
এসব দেখে কেমনে বুঝি
করোনা যে কীট!
আল্লাহ তোমার আদালতে
করে দিলাম রিট।
তুমি বাঁচাও তুমি মারো
তোমার লীলাখেলা!
এসব দেখে কেটেই যায়
আমার সারাবেলা।
১ Comment
বাস্তব অনুধাবন।সত্য প্রকাশ।সুন্দর অভিব্যক্তি।
ভাল লাগল পড়ে।