খোলা রেখো!
মুহাম্মদ তোফাজ্জল হোসেন, বগুড়া
তুমি নাকি এখন, শহরের উঁচুতলার ফ্লাটে থাকো!
জানালাটা খোলা রেখো-
আমি আসবো শরতের মেঘ হয়ে,
“ঢুকবো তোমার ঘরে”
জেগে থেকো,না হয় কিছুটা সময়!
বাতাসের ঝাপটা হয়ে,চেনাঘ্রাণে উড়বে তোমার চুল
চোখ বুঝবে তুমি,দেখবে আমার ভুল!
অতঃপর বাতাসের তালে তালে-
খুলবে তোমার নতুন শাড়ীর ভাঁজ!
চেতনার সব স্পর্শ, ‘আমি তোমায় দিবো’
ভিজাবো তোমার শরীরের আনাচে কানাচে সব অঙ্গ
বহুদিনের অতৃপ্ত বাসনার ঢেউে উম্মাদ হয়ে,
ভরে দেবো,যৌবন সুধার সমুদ্র সরোবর।
চুমুকে চুমুকে আমি ক্লান্ত হবো
তার পর,আমি ক্ষান্ত হবো!!
একটি বার না হয়
তোমার জানালাটা খোলা রেখো
এলোচুলে ব্যালকনিতে একটু কাছে ডাকো!
আমি সিড়ি নয়,দরজা নয়
শরতের মেঘে, রঙধুনি হয়ে,
ভেসে ভেসে,আসবো তোমার সকাশে, বাতাসে
তারপর আমি জেগে জেগে,রাত্রি প্রভাত আনবো
অতৃপ্ত বাসনার,বাসর হবে একটিবার
তোমার জানালাটা খোলা রেখো
১ Comment
শুকরিয়া অজস্র