১৯৮ বার পড়া হয়েছে
মায়ার ভোর
মুহাম্মদ তোফাজ্জল হোসেন।
স্বরবৃত্তে (৪+৪/৪+২) মাত্রাবৃত্ত,(৫+৫/৫+২)
তাং 11/09/2021খ্রিঃ শনিবার।
খুব সকালে আযান শুনি
আহা মধুর সুরে,
সেই সুরেতে মন ভরে যায়
হৃদয় ভরে নূরে।
মায়ার ভোরে মায়াবী শোর
আসে সকাল বেলা,
মুমিন যারা নামাজ পড়ে
মাঠে কাজের খেলা।
কাজের চাকা আবার চলে
কর্ম করে লোকে,
কর্ম ঘোড়া দৌড়ে চলে
কেউ বা থাকে শোকে।
পাখির গানে অলস প্রাণে
মিলে গাছের ছায়া,
ফুল সুবাসে মিষ্টি ঘ্রাণে
জমা অনেক মায়া।
সূর্য ডোবে আধার আসে
পাখির কলতানে,
আধার আসে ঘুম পাড়াতে
শান্তি আনে প্রাণে।
====
পুণ্ড্র,বগুড়া।
১ Comment
congratulations.