“পৃথিবী বইয়ের হোক” এই স্লোগানকে সামনে রেখে “মুক্ত পাঠাগার” এর চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ২৯ নভেম্বর, বুধবার, বিকেল ৪ টায় দৈনিক দেশ বার্তার কার্যালয়ে ১ম লেখক আড্ডা’র আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দেশ বার্তার প্রধান সম্পাদক ও প্রকাশক লায়ন মোহাম্মদ আবু ছালেহ্ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক, লেখক ও অনুবাদক ফারজানা রহমান শিমু, সঞ্চালক সামারাহ জান্নাত আরশি’সহ মুক্ত পাঠাগারের পাঠক ও সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে লেখক জনাব ফারজানা রহমান শিমু তার জীবনের বাস্তব গল্পের বহু দিক নির্দেশনার মাধ্যমে পাঠকদের প্রেরণা সঞ্চয় ও সফলতা অর্জনে উদ্বুদ্ধ করেন।
উপস্থিত অতিথিবৃন্দ মুক্ত পাঠাগারের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন অভিজ্ঞতা, উদাহরণ এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মুক্ত পাঠাগারের অলক্ষ্যে এমন মহৎ উদ্যোগ, সবার দ্বারে বই পৌঁছানো এবং সদস্যদের সৎ চিন্তাভাবনাকে প্রশংসিত করে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাতলে দেন।