১৬৪ বার পড়া হয়েছে
মুক্তিমালা
হারুনুর রশীদ
সুর তুলেছে অসুর অট্টহাস্য ভরা!
ভদ্র বেশে পাশে ঘেঁষে গেয়ে স্মৃতিগীতি
জনমনে অনুক্ষণে ছড়ায়েছে ভীতি!
কর্মচারি, ধর্মাচারি যেন প্রাণে মরা!
বুদ্ধিজীবীর মগজে আজি মরুখরা!
মতাদর্শ ভুলে সাজে পা চাটা কুকুর!
স্বার্থ জয়ে কতিপয়ে চালাচ্ছে মুগুর
বিরোধী জনতা পানে; ধরে পরম্পরা!
আগ্রাসী, বিনাশী কার্যে যবে লবেজান
ক্রুদ্ধজন রুদ্ধশ্বাসে পরিত্রাণ মাঁগে৷
কোথায় হে দেশপ্রেমী নিবেদিত প্রাণ
সংগ্রামী কর্মীবাহিনী? জাগো আগেভাগে।
জাগাও জনতাহৃদে দ্রোহানল জ্বালা৷
ত্যাজিয়া তবে অর্জিয়া পরো মুক্তিমালা৷