১৬৯ বার পড়া হয়েছে
মুক্তি
জেসমীন নূর প্রিয়াংকা
আমি, জায়া, জননী, ভগ্নি, কন্যা
আমি চাই না হতে দাসত্বের ঝর্না।
আমি উচ্চ শিরে চলতে চাই।
আমি ন্যায্য অধিকার পেতে চাই।
আমি অন্ধকারকে চূর্ণ করে
ছিনিয়ে নেবো আলো।
আমি আলোর ভুবন পূর্ণ করে সবারে বাসবো ভালো।
আমি উন্নত করিবো মম চিত্ত।
আমি হইব আজিকে মুক্ত।
২১,৯,২০২২
১ Comment
very good job; congratulations