মিষ্টি সুরে দুষ্টু ভালোবাসা
মোহাম্মদ মিজান উদ্দীন
ইস্ কী ভালোবাসা,আহ্ এই ভালোবাসা,
ভালোবাসায় জন্ম পৃথিবী,
অনুভূতির জল্পনা কল্পনা দিয়ে হৃদয়ের,
তৃষ্ঞার্ত কতটা দাবি।
বেলা অবেলা ঘিরে জীবনের তরে প্রেম,
ধীরে ধীরে স্বপ্নের বাগানে,
আঙিনার পাঁজরে মিশিয়ে জীবনের ভাব,
কেমন ওলোট পালোট ক্ষণে।
সত্যের বাগানে মিলনের ফুল ফুটে প্রেমে,
এই প্রেম ভালোবাসার মতো,
পৃথিবীর সৃষ্টি কুলে মিষ্টি দুষ্টুর খেয়ালেই
জোড়া ফুলের বন্ধনে জগৎ।
হাসিতে মরি ছলনায় ভারি জীবন এই তো,
মিষ্টি সুরে দুষ্টু ভালোবাসা,
রঙের ছোঁয়া ঢঙের ধোঁয়া বোঝা তো কঠিন,
যতই বেদনা ততই আশা।
দুষ্টুমির পরও মিষ্টিমুখের আদর খুঁজে মন,
মনের আওয়াজ বিবরণ,
যতটা ভেবেছ ততটা কেঁদেছ ভুলে ভুলেই,
তবু্ও ডাকে মিষ্টি মন।