১৪০ বার পড়া হয়েছে
মিনতি
মোঃ ইসহাক মিয়া
অনেক চেষ্টার তরে,বহুদিন পরে
শুনিলাম আনন্দের বার্তা।আসিতেছে
নতুন অতিথি,মোর ঘর আলোকিত
করিতে।প্রীত সংবাদ পেয়ে হর্ষে নাচে
হৃদ,কাঙ্খিত বাসনা হতে যাচ্ছে পূর্ণ
কিছুদিন পরে। তথ্য পেয়ে জীবনের
জংধরা চাকা মরিচা ঝেড়ে বেগবান
হয়ে আবারো সজোরে চলতে লাগিল।
দোয়া চাই সবাকারে মোর অনাগত
সন্তানের তরে,যত বালা-মুসিবত
কাটুক সবের দোয়া বদৌলতে।এসে
ধরাধামে জ্ঞান গুনে যেন বিশ্ব করে
জয়,উত্তম মানুষ রূপে চিরজীবী
হয়ে সার্থক জনম গড়ে নর কুলে।
২ Comments
congratulations
কৃতজ্ঞতা অশেষ