মিতালি
ড. নজরুল ইসলাম খান
সেলফোনে কথা মেসেঞ্জারে বার্তা বিনিময় এই করে তোমার সাথে ফেসবুকে পরিচয়
ভেবেছিলে এই সূত্রে ধরেই যদি হয় তোমার আমার শুভ পরিণয়।
রাত জেগে জেগে তোমাকে জেনেছি আমি সময় করে করে ব্যয়
জমানো কথা শেষ না হতে হতেই একদিন দেখা করার খুঁজলে উপায়।
তোমার আবদার ফেরত দিতে আমি ছিলাম বড্ড অসহায়
তাই একদিন দেখা হলো কিছুটা হলো ভাব বিনিময়।
আশা দিয়েছিলে কথা দিয়েছিলে আবারও দেখা হবে যদি সময় হয়
আমি ভেবেছিলাম এমন করেই কতো জনে কথা দিয়ে করে গেল নয়ছয়।
তারপরও ছিল আশা ছিল ভরসা অচিরেই দেখা হবে নিশ্চয়
দেখা হলো কথা হলো সারাবেলা জুড়ে কেটে গেল ভয়।
দেখাদেখি শেষ করে এবার প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার পালা
একবার নয় দুইবার নয় প্রকৃতির মাঝে মজে রইলাম মন করে উতলা।
সাগরে যাই পাহাড়ের সিঁড়ি ভাঙি পালতোলা নৌকায় হেলিদুলি
এই করে একদিন মনের অজান্তে হয়ে গেল তোমার আমার মিতালি।
যতই দেখি যতই ঘুরি তবুও মনে হয় আমি বড় একাকী
একদিন তোমায় খুলে বললাম আমার জীবনের গল্পটা বাদবাকি।
আমন্ত্রণ জানালে তোমার আলয়ে আমাকে দেখবে আবার হৃদয় খুলে
হরেকরকম খাবার যোগাতে হৃদয়ের আলাপন করতেও গেলে সেদিন ভুলে।
নতুন রেসিপির রান্না আর পছন্দের সালাদ দিয়েছিলে পাতে তুলে
বিদায় দিয়ে সালাম নিলে আর স্মরণ করিয়ে দিলে যেও নাকো আমায় ভুলে।
১ Comment
Congratulations