২২০ বার পড়া হয়েছে
মেঘের খামে চিরকুট
মিজানুর রহমান
বিশ্বপ্রেমের রং-তুলি দেবো,
মুখ পৃষে আত্মবিশ্বাস দেবো,
হাজার পশলা বৃষ্টি দিবো,
আরো দিবো শতমুঠো রোদ্দুর,
নিত্য শেখাবো ভালোবাসা সুমধুর!
এই যে, প্রেমপ্রসন্নমেঘদুহিতা;
অর্থহীন সব সঙ্গ সাঙ্গ করে
যাবি? অভিসারে অন্য পাড়ে!
বিন্দু বিন্দু প্রেম সমুদ্র অতিক্রমে
যাবি? একটা বড় হৃদয় দেবো!
মেঘের ভেলায় ভেসে যাবো
এক স্বপ্নমধুর গল্প খেলায়।
ভালোবাসায় ভিজিয়ে দিবো
তেপান্তরের তপ্ত মেলায়।
যাবি? চুমোয় চুমোয় ভরিয়ে দেবো!
নীল আকাশের নীলাভ দেবো,
অন্তরীক্ষে শশিকরের ঘর বানাবো,
সঙ্গে থাকার কথাও দেবো।
যাবি, ভিন্ন এক পৃথিবী দেবো?