মা মনেয়ারা খাতুন।
ফরিদা বেগম।
(ঝিনাইদহ এর নারীনেত্রী, সমাজ সেবক,শিক্ষাবিদ, ভাষা সৈনিক।
তাঁর অত্মার প্রতি শ্রদ্ধা রেখে, আমার নিবেদন)
এই অবেলায় কবিতা লিখবো বলে বসে আছি,
কবিতা লিখতে বসে আমার মনে পড়ে গেল,
সেই সুদীর্ঘ বসরের সমৃতিময় দিনগুলির কথা।
এক মহিয়সী রমনী যে আমাকে সঙ্গে
করে নিয়ে এসেছিল এই অচেনা শহরে।
তখন কি বিষণ্ন সময় কেটেছে আমার।
জানিনা কিসের জালে কিসের টানে এক
অদৃশ্য বন্ধনে বাঁধা পড়ে গেছি এই শহরে।
অতঃপর, এক আলেকিত মায়ের সান্নিধ্যে।
কেটেছে আমার বহুটা সময়।,
সেই মা, স্নেহ দিয়ে, বেঁধেছিলো ভালোবাসার আঁচলে।
জীবনের সেই সোনালি সময়ে তার কাছে পেয়েছি,
সামনে পথ চলার প্রেরনার মন্ত্র, দিক নির্দেশনা।
ভেবে অবাক হই একজন অসাধারণ রমনী,
সেবা দিয়েছেন মানুষের জন্য, সমাজের জন্য,
নিজেকে বিলিয়েছেন সবার জন্য।
গরিব দুঃখী, ছোট বড় সবাইকে আপন করেছেন স্বমহিমায়।
নিজের জীবনের গল্প বলেছেন,
কীভাবে সাধারণ থেকে সাধারণ হওয়া যায়।
মেয়েদের এগিয়ে নেওয়ার জন্য তার সে কি প্রচেষ্টা।
বলেছেন, নারী সমাজ এগিয়ে যাও, তোমরাই পার,
তোমরাই পারবে।
তোমাদের পায়ের মাটি শক্ত কর।
শিক্ষিত হও, সাবলম্বী হও, নিজেকে বিলায়ে দাও, পরের তরে।