১৫৩ বার পড়া হয়েছে
মা পাখিটি
শিরিন আফরোজ
গাছের ডালে পাখির বাসা
কিচিরমিচির ডাকে
মা পাখিটি খাবার আনে
দুই ঠোঁটের ফাঁকে।
বাসার ভেতর একটি ছানা
মা পাখিটির জান
অনেকগুলো ডিম পাড়লেও
সবায় পায়নি প্রাণ।
তিড়িং বিড়িং লেজ নেড়ে
মা পাখিটি ছোটে
পাহারা দিয়ে আগলে রাখে
বাচ্চা ছানাটাকে।
আকাশজুড়ে মেঘ দেখলে
মা পাখিটির ভয়
ঝমঝমিয়ে বৃষ্টি নামলে
কেমন করে রয়।
অনেক মায়া মা পাখিটির
ছানা আগলায় ডানা
যতই বৃষ্টি যতই ঝড় তবুও
মায়ের বুকে ছানা।
২ Comments
congratulations
মা পাখিটি। ছড়াটি খুবই সুন্দর হয়েছে যার মধ্য দিয়ে মায়ের দায়িত্ব কর্তব্য এবং মমত্ব কত যে গভীর তা সুন্দর ভাবে ফুটে উঠেছে।
অনেক অনকে শুভেচ্ছা রইল কবির জন্য।