মা তবু দাঁড়িয়ে
তানজিন তামান্না অর্ণা
জীবন মোড়ানো পিচঢালা সড়ক যখন
মায়ের চোখের পার বেয়ে যায়
সন্তান বলে, মা তুমি ভেবো না, একটু ঘুমাও না
মা দৃষ্টিকে আঁচলে মুড়ে চিন্তার খৈ নিয়ে বসে
সন্তান ফেরার অপেক্ষা
নেতিয়ে পড়া সময়গুলিকে
মা রান্না করে ভাবনার জলে
অপয়া সড়কের ভয়
মায়ের চোখে মুখে শংকার জাল বিছায়
ঘড়ির কাটায় দৃষ্টি ঝুলিয়ে
মা কী এক উদ্বিগ্নতার পান্তা সাজায়
অশান্ত হৃদয়ের পাতে
বাছা ফিরবে অপেক্ষা
মুঠোফোন নজরের গলায় ঝুলিয়ে
মা তাকিয়ে থাকে যতদূর দৃষ্টি
সীমানার পারে যেতে পারে
সন্তান পাখির মত নীড়ে ফেরে
এক আকাশ উচ্ছ্বাস পকেটে নিয়ে
মায়ের কলিজা নেয়ে যায়
জমজমের জলে সন্তানের মুখদর্শনে
নির্দিষ্ট দিনের ঘটিবাটি বুড়ে যায়
পাখি উড়ে যাবে আবার তার ডেরায়
পেট পুঁছা বাছা
আজ তার ভীষণ ব্যস্ততা
নাড়ির মায়া ছেড়ে
হয়েছে বাস্তবতার কামলা
ঝাপসা দৃষ্টি রোদের ঝাপটায় চিকিমিকি আভা
আর বুক ফাটা দীর্ঘশ্বাস গিলে
মা দাঁড়িয়ে থাকে আঁচলের গিট খুলে
বৎস হেঁটে যায় “ভালো থেকো মা” বলে
পিছু পিছু ধেয়ে মাও ধুলে পা মিলায়
দৃষ্টির গতি যতদূর যায়
মা চেয়ে দাঁড়িয়ে থাকে ঠায়
পথের ধুলো বাছাকে ডেকে নিয়ে যায়
মিলিয়ে যায় খুশি ধূসর মরীচিকায়
আনন্দের পলি জমা চোখে
কষ্টের নোনা জলে অনুর্বর হয়ে ওঠে ধীরে
জলোচ্ছ্বাসে ভেসে যায়
মা তবু দাঁড়িয়েই থাকে ঠায়…!!!