১৫৪ বার পড়া হয়েছে
মা, আমার মা।
ফরিদা বেগম
মাকে নিয়ে ভাবছি আমি,
মা ছিল মোর মাথার মণি।
মায়ের মনটা ছিল বেজায় নরম,
দিত মোদের সোহাগ পরম।
মায়ের স্নেহের ছিল না অন্ত,
মা ছিল মোদের প্রেরণার মন্ত্র।
মায়ের গানের কোনো জুড়ি নেই,
সেই সুরের টানে হারিয়েছে খেই।
টাকা দিয়ে যায় না কেনা,
মায়ের স্নেহ, প্রীতি ভালোবাসা।
এখন মা মা বলে ডাকি যখন,
মা তো দেখা দেয় না তখন।
মা এখন দূর আকাশের তারা সেজে,
মিটিমিটি আলো জ্বালায় মনের মাঝে।
৪ Comments
সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে। খুঁজে পাবে দূর নক্ষত্র মাঝে। কোথায় আছো কেমন আছো মা? কতদিন দেখিনি তোমায়!
মায়ের প্রতি আমার ভালোবাসার আবেগ অনুভূতির প্রকাশ। এই প্রকাশকে প্রতিবিম্ব প্রকাশে প্রকাশ করায় প্রকাশক জনাব আবুল খায়ের ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
ও তোতা পাখিরে শিকল কেটে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও।
সুন্দর লিখেছেন মাকে নিয়ে। মায়ের মত কেউ হয়না। আল্লাহ্ রহমানের রহিম সকল মা যে যেখানেই থাকুক সুখে রাখুন ভালো রাখুন।।। আমিন