আমার মা
মাগো তুমি আমার স্বর্গ আমার মর্ত,
এ জীবন তোমারি দান।
দশ মাস দশ দিন কষ্ট ভোগে, দেখিয়েছো পৃথিবীর আলো, মৃত্যু ভয় করেছো জয়,
আত্মতৃপ্তি আর হৃদয় ভরা স্বর্গীয় আনন্দ, মুখে অমৃত হাসি নিয়ে জন্ম দিলে।
কতো রাত জেগেছ বুকে জড়িয়ে!
গল্প বলে ঘুম পাড়িয়েছো,শুনিয়েছো কতো গান,
যতো বায়না সবি পূরণে চেষ্টা ছিলো আপ্রাণ,
নিজে আধা পেটে থেকে খাইয়েছো মোরে,
ঘাম ঝরা রক্তে শিক্ষার আলো জ্বেলেছো,
চলার পথ করেছ সুগম, দেখিয়েছো স্বপ্ন।
ছেঁড়া কাপড় জড়িয়ে অঙ্গে, দিয়েছো নতুন কাপড়।
খালি পায়ে হেঁটেছো মাগো, দিয়েছো জুতা আমার পায়ে।
মনকে পাথর করে হেসেছ, খেলেছো আমার সাথে,
জীবন যৌবন উৎসর্গ করেছো আমায় মানুষ করতে।
কতো যন্ত্রণা ধিক্কার সয়েছো আমার মুখ চেয়ে,
এতো ভালোবাস কেমন করে মাগো!
তোমার ঋণ শোধ হবে না কখনো,
পাবো না এমন ভালোবাসা আর,
তোমার চরণ তলে থেকে সেবা করে যেতে চাই,
যতোটুকু সময় দিয়েছে বিধাতা আমায়।
হে আল্লাহ, ধন্য আমি এসেছো মাতৃ রূপে,
তাইতো কনো বাঁধা পারেনা আমায় রুখতে।
তোমার ত্যাগে পেয়েছি জীবন বারবার,
হৃদয় উজাড় করে সাজিয়েছো আমায়।
শ্রেষ্ঠ সম্পদ তোমার কাছে আমি,
আমি তোমার জগৎ।
তোমার অবদানের হয় না তুলনা,মাগো।
তুমি অতুলনীয়, মায়াবী, ক্ষমাশীল, ত্যাগী,রক্ষাকারী
বিপদের বন্ধু,দুঃখে সান্ত্বনা দায়িনী,
তুমি প্রহরী, নিঃস্বার্থ ভালোবাসায় পূর্ণ, তুমি মহান, তুমি পবিত্র, তুমি আমার মা জননী ।
মায়ের আঁচল
আমার মায়ের আঁচল খানা
পৃথিবীর যেন স্রেষ্ঠ ঠিকানা
এই ঠিকানার সুখের ছায়ায়
দুঃখ ভুলেছি পরম মমতায়।।
মা’যে আমার বড়ই আপন
কতো কষ্ট নিয়ে করেছে ধারন
আমি ছোট্ট ছিলাম যখন
দিয়েছি কতো কষ্ট তখন।।
আমার দেয়া কষ্টে যে’মা হেসে হেসে
অনেক যন্ত্রণাও যেতো ভুলে
মায়া মমতার মায়ার জালে
নিতো যে আমায় কোলে তুলে।।
সেই মা’যে আর নাইরে এখন
হাজারো সুখের যেন হলো দহন
সেই মা’কে খুঁজি আমি যখন তখন
মা হারিয়ে অনেক কষ্টে আছি যে এখন।।
তসলিমা হাসান
কানাডা: ৩০-০৮-২০২২
১ Comment
congratulations