বাবা
মায়াবী কাজল
বাবা হল বিধাতার অসীম দান,
সন্তানের সাথে তার রক্তের টান।
রাখতে বাবা পরিবারের মান-সন্মান,
উজাড় করে দেয় নিজের জান প্রাণ।
বাবা হল মাথার উপর বটবৃক্ষের ছায়া,
সন্তানের জন্য তার কতো’না মায়া!
বাবা হল আশার আলো স্বপ্নের সিড়ি,
সদা তারার মতো জ্বলে মিটিমিটি।
বাবা মানে খুনসুটি কতো শত আবদার,
তার সাথে কি তুলনা হয় কারো আর?
বাবা মানে শাসন বারণ মনের মধ্যে ভয়,
সন্তানের সুখের লাগি কতো’না কষ্ট সয়!
নিজের জীবনকে তিলে তিলে করে ক্ষয়,
সব অসাধ্য অসম্পূর্ণ কাজ করে বাবা জয়।
বাবা হল অাসমানের চাঁদ নয়নের তারা,
বাবা বিহীন জীবন ছন্ন ছাড়া বাঁধন হারা।
বাবার কাছে আমি অমূল্য ধন স্বর্গীয় কন্যা,
বুকে আছে দয়ার সাগর ভালোবাসার বন্যা।
বাবার মতো কেউ বলে না ওরে মা মণি,
তুই আমার কলিজার টুকরা হৃদয়ের খনি।
অনেক স্বপ্ন দেখে বাবা আমাকে ঘিরে,
শূন্যতা পূর্ণ হয়ে যায় যখন আসে নীড়ে।
বাবা যখন আদর করে মিষ্টি সুরে ডাকে,
মান-অভিমান কিছু না বেশিক্ষণ থাকে।
যখন বলে সোনা জাদু মানিক বুকে আয়,
এক নিমিষেই পরান যেন ঠাণ্ডা হয়ে যায়।