২০২ বার পড়া হয়েছে
পাষাণ
মায়াবী কাজল
ভালবাসি আমি যারে
হয়ে গেছে সে পর,
তারে ছাড়া কেমন করে
বাঁধবো আমি ঘর!
নিম তিতা,নিসিন্দা তিতা
আরো তিতা খর,
তার চাইতে অধিক তিতা
ছিলো তার অন্তর।
সতীন কভু বোঝে নারে
সতী পুত্রের ব্যথা,
আমার সখা বুঝলো নারে
গোপন মনের ব্যথা।
তারে ভালোবেসে আমি
দু-চোখে দেখি ধাঁধা,
মনে হয় জীবনটা যেন
ব্যর্থতার বালুচরে বাঁধা।