১৫৯ বার পড়া হয়েছে
কিছু অনঢ় শূন্যতা
(নাট্যজন কাজী বোরহান)
মাহমুদ আখতার
৩১-১০-২০২১.
কিছুই দিতে পারেনি একজীবন ———
পেয়েছি অনেক।
এখন তা আমার বুক পকেটে
শূন্য হয় না।
কে নিবে নিতে পারো।
সেখানে শূন্যতার এক বৃক্ষ ;
অনঢ়।
কথা বলে জীবন নাটক …
প্রিয় কুশিলব ছুটে আসে আমাদের মঞ্চে ।
মঞ্চ বদল হলেও মুখ ওটাই
সুবর্ণ কথোপকথনে
দ্ব্যর্থহীন বলে যায়,
মরণ নাই মরণ নাই
আমাদের! এ যেন বিশ্ব জুড়ে
একটি মুখ এবং মানুষ সকল।