১৫৫ বার পড়া হয়েছে
লাথি
___মাহবুব আর মামুন
কার পেটে কে লাথি মারে
দেখার আজি সাধ্য কার?
তোরা নাকি সভ্য জাতি
গরীব কেন যে অনাহার?
জাতি তোরা কয়েক জন
এসি রুমে বসে থাক!
গরীব মরলে কি আর হবে
সোনার দেশটা জলে যাক!
তোদের হাত তো গুটি কয়েক
খাতা কলম আইন পাশ!
শ্রমিক সকল অনাহারে
দিনে দিনে হচ্ছে লাশ।
আমি কেবল ভোটের মালিক
ভোট দিলে তো আমি প্রজা!
প্রজা হয়ে রইলাম তো বেশ
অনাহারে প্রত্যহ রোযা!
দেশের মালিক আমি হলে
পেটে লাথি কেন আমায়?
বাড়ি আমার “বেগম পাড়ায়”
স্বাক্ষি দিছে কোন কালায়!