একটা কিছুর জন্য
মাহফুজ সুমন
একটা কিছুর জন্যই-
আমরা কখনও কখনও অস্তিত্বের বাহিরে চলে যাই,
অচেনা হয়ে যাই চেনা পথ,
অজানা হয়ে পড়ি অতীত সময়ের ঘড়ি,
ভুলে যাই আমাদের বর্ণ কুহক,চেনা জন,
শুধু একটা কিছুর জন্যই।
কখনও কখনও আমরা হাঁটতে থাকি অদূরে,
গাইতে থাকি অদূর পানসির গান,
খুঁজতে থাকি জবুথবু জীবন শানশওকতের মান,
তখন আমরা আরও দূরে যাই, বহুদূর,
ভীষণ রকম দূর।
শুধু একটা কিছুর জন্যই।
খুব বড় কিছু নয় ছোট্ট একটা কিছুর জন্যই আমরা বাঁচি,
একটা কিছু ধরে রাখতে আরও কিছু,
কারো পিছু যাচি।
কিছু একটার জন্যই শুধু,
সামান্য কিছুর জন্যই নাচি।
এই দ্যাখো চাঁদের মতো হাসি,
ঝড়ের মতো কান্না,
আকাশ ভরা অভিমান,
এই সব মায়া, ভালবাসার অবদান,
কত পায়ের ছাপের গাল গল্প
কত লাল নীল অভিধান সব একটা কিছু পাওয়ার আদ্যোপান্তেই।
@ কবি কুঠির
২০ আশ্বিন ১৪২৮/ ৫ অক্টোবর ২১