সাহিত্য স্পন্দন কাব্য সংকলন-১ এর গ্রন্থ উৎসব-২০২৪ অনুষ্ঠিত:
গত ০৩ মে ২০২৪ বিকাল ৫টায় বাংলাদেশ ক্লাব, উত্তরাতে অনুষ্ঠিত হয় সাহিত্য স্পন্দন কাব্য সংকলন-১ এর গ্রন্থ উৎসব।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন: কবি জাকির আবু জাফর, প্রধান আলোচক ছিলেন: কবি গিয়াস উদ্দিন রূপম। উদ্বোধক: ফরিদা ইয়াসমিন। বিশেষ আলোচক: নাট্যজন মিজানুর রহমান। স্বাগত বক্তা ড. হাসিনা ইসলাম সীমা। বিশেষ অতিথি: মোহাম্মদ মহসিন, সিআইপি।
প্রফেসর ড. আবু রায়হানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সবাই সাহিত্য আলোচনা ও কবিতা আবৃত্তি করেন।
এছাড়াও আলোচনায় অংশ নেন “কালের প্রতিবিম্ব” ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক কবি আবুল খায়ের।
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠান সঞ্চালনায়: জেসমিন জুঁই ও মোহাম্মদ শাহানুর ইসলাম।