মায়াবী ছায়া
হাবীবা হ্যাপি
আমি এক ইন্দ্রিয় মায়াবী ছায়া
স্বপ্নের মতো বারবার আসি
নিজের ছায়াটাকে সঙ্গী করে
ঘুরতে চাই পৃথিবীর এক কোণে
শিশির হয়ে সবুজ গালিচায়
প্রভাতের স্নিগ্ধ গালিচার শরীরে
শিশির হয়ে মিশে যাব যখন।
আমি এক ইন্দ্রিয় মায়াবী ছায়া
দু’চোখে কত শত স্বপ্ন আঁকি
আঁধারে আকাশ দেখি ঝাপসা চোখে
আবছায়ায় ঢেকে যায় সমস্ত জ্যোতি।
প্রভাতের শেষ মোহে সূর্যের বিকিরণে
খানিকটা তাপদাহে শুদ্ধ ভুলে মিশে যেতে চাই
সাতরঙা একটা ছোট্ট শহরের কোণে
সূর্যের স্নিগ্ধ কিরণে সবুজ তরুলতায়।
আমি এক ইন্দ্রিয় মায়াবী ছায়া
আমাকে নিয়ে প্রশ্ন করায় বৃথা
ইচ্ছে হলে ভাসি চোখের জলে
নিজের ছায়াটাকে সঙ্গি করে
কৃষ্ণচূড়া নয়তো প্রজাপতি হয়ে।
আসলে আমি কেউ নই অনুভব করি
আমি এক মায়াবী ছায়ার মতো কায়া
যা অনুভব করা যায় ছোয়া যায় না।
___________________________________
Photo credit: Iffat Jahan Chowdhury, Canada