১৮৫ বার পড়া হয়েছে
মায়া
সৈয়দা শাফিনাজ
মায়া বড় শক্ত বাঁধন
মায়া সীমানা ছাড়িয়ে
আকাশ ছুঁতে চায়
মায়া রঙ ছাড়া চোখের জলে
মিছেই সোনার তরী সাজায়
মায়া কাঁদায়
আবার, মায়াই
মনের মাঝে তোমার লাগি
রূপকথার অট্টালিকা সাজায়
মায়া সুপ্ত ভালোবাসার
মুক্ত ঝিনুক ও বটে,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
২৩.০৪.২০২৩