১৮৯ বার পড়া হয়েছে
মায়া
জেসমিন খান সোপা (লাবণ্য)
যদি তুমি কবিতা হও
তবে মিথ্যে অহমিকার সাজ,
পল্লবে রাখো লিখে!
পৃথিবীর কাছে নত হয়েছে যারা-
বিদগ্ধ শহরের দেয়ালে প্রশান্ত সবুজের অবয়ব-
তারাই স্নিগ্ধ করে যাপিত জীবন,
যার-
মৌনতার আড়ালে শৈল্পিক অবগুণ্ঠন।
এখানে আসে যায়-কবিদের উপমা,
অথচ-কথারা কেবল ভাষায় থেকে যায়-
মস্তিস্কের অচল বৈদভ্যে !
স্বপ্নের বাড়িতে দেয়ালে শ্যাওলা জন্মায়,
তবুও ভুলা হয় না তাকে!
সে কোথাও কোনো একটা নামে
বর্ষার কান্নার মতো
কদমের মায়ায় ছায়া পাল্টায়!