১৩৯ বার পড়া হয়েছে
মানুষের ভেতরে ফাঁকা
(আলী আকবর বাবুল)
আজকাল মানুষগুলো কেমন যেন?
সত্যিই ভাবতে অবাক লাগে
আকাশ যেমন মাটির দূরত্ব ঠিক তেমনিই
বিবেকের কাছে লোভাতুর জিহ্বার মতো!
দেখতে মানুষ, ভেতরে ফাঁকা
মারমুখী আত্মার গরলে
কেবলই ভালবাসা অভিমানে ঢাকা পড়েছে মুখোশে
আজব মানুষের পোশাকে!
সুন্দর থেকে আরও সুন্দরের গভীরে
অসুন্দর বাসা বেঁধেছে
এই মানবজন্মে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর- পাতি খেলনা
মানুষের কাছে- অপরিচিত সংসার
দিনদিন অচেনা হচ্ছে জগত কূল –
হায়! কোথায় সেই প্রাণের মানুষ!
১ Comment
congratulation