১৯৯ বার পড়া হয়েছে
মানবেতর
(শামীমা আক্তার)
মনে শক্তি দেহে বল
ওদের সাহায্যে সবাই চল
নয়তো কোন আলাপন
ওদের জন্য করি পণ
আমরা যাবো বারে বারে
ঐ হৃদয় গুলোর তারে তারে
ভাঙ্গিবো না মোরা কিছুতেই
দুঃখীদের দুঃখ রুখবই
এ যে মোদের দেহ মোদের প্রাণ
বাঁচাতে হবে দেশের সম্মান।
মানুষ তো মানুষেরই জন্য
রাখবো না কোন দুঃখ দৈন্য
বাংলার এই সুন্দর ফুলের বাগান
কোন প্রকারেই যাবে না করা অম্লান
দুঃখ সুখের দুই ধারায় বহে নদীর জল
পাহাড় সমান দুঃখে ছাড়বো নাকো হাল
কেন বিভেদ! সকলেই মোরা সমান
দেশবাসী বাঁচব হয়ে সবাই আপনজন
তোমাদের দুঃখে আমরা দুঃখী এইতো মোদের সান্ত্বনা
সবাই মিলে করবো মোরা দুঃখ জয়ের প্রার্থনা।
১ Comment
It is a wonderful poem. Very attractive. Congratulation Shameema.