প্রবাস থেকে জানাচ্ছেন: মাইন্ উদ্দিন
আলহামদুলিল্লাহ।
আজকে ০১/০৯/২০২১ ইং তারিখ, রোজঃ বুধবার, সকালঃ ১১.০০ টার সময়।
এয়াকুব আলী মনির এর হাতে প্রজেক্ট ❝স্বনির্ভর❞ এর মাধ্যমে #অটোরিকশা (মিশুক) গাড়িটি তুলে দেয়া হয়।
আজকের এই খুশির দিনে সংগঠন-এর পক্ষ থেকে মনির ভাইয়ের পরিবারের জন্যে মিস্টি পাঠানো হয়।
মনির ভাই ও খুশি হয়ে সংগঠন এর সকল এডমিন সহ উপস্থিত সবাইকে মিস্টি মুখ করান।
#ইয়াং_হেল্প_হিউম্যান_বিডি কাউকে কথা দিলে তা ১০০% রাখার চেষ্টা করে।
ঠিক তেমনিভাবে আমরা কথা দিয়েছিলাম #প্রতিবন্ধী_মোঃ_এয়াকুব_আলী_মনিরকে
যে #তাকে_আমরা_দাতাদের_অর্থায়নে_একটি_অটোরিকশা_কিনে_দিবো।
বিশেষ কৃতজ্ঞতা জানাই।
?জনাব ড. মুহম্মদ কবির উল্যাহ স্যার
?জনাব আফগান (সাউথ আফ্রিকা প্রবাসী)
?জনাব মাসুদুল আলম
?জনাব এয়াকুব আলী মনির (গ্রহীতা)
আরো কৃতজ্ঞতা জানাই।
?মোঃ সহেল (পরিচালক, গ্রামীণ হাসপাতাল, সেনবাগ)
?আল ফাহিম
?ফজলে রাব্বে
?মোঃ মঞ্জু (কাদরা, ভুইয়া বাড়ী)
?সাইফুল ইসলাম সাগর
?জাকের হোসেন
অসংখ্য ধন্যবাদ জানাই জনাব জাহাঙ্গীর ভাইকে
নোটঃ-সকাল থেকে ভাড়া টেনে টাকা জোগাড় করে চাউলের জন্য পৌর শহরে সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় এর পাশের #ওএমএস_কেন্দ্রে_লাইনে_দাঁড়ান_প্রতিবন্ধী_মনির।
কে জানতো চাউল আনতে গিয়ে গাড়ি টি হারিয়ে কাল হয়ে দাঁড়াবে প্রতিবন্ধী মনির এর জীবন। সম্ভাব্য আশপাশসহ সকল স্থানে পাগলের মত খোঁজা খুঁজির পরেও কোথায় এখনো সন্ধান পাইনি চুরি হওয়া গাড়ীটির। কাঁদতে কাঁদতে মনির বলেন-আমি এখন কিভাবে আমার পরিবার নিয়ে চলবো কে আমাকে সাহায্য করবে, কে করে দিবে আমার গাড়ীটি উদ্ধার?
#ব্যাটারি_চালিত_আটোরিক্সা_মিশুক_চালিয়ে_চলতো_তার_সংসার।
উনার বিপদের সময় আমরা #Young help human bd টিম তার পাশে দাড়ানোর #ওয়াদা করেছিলাম তখন।
প্রজেক্ট এর নাম
❝স্বনির্ভর❞ (ফান্ড থাকা সাপেক্ষে কার্যক্রম অব্যাহত থাকবে) ইনশাআল্লাহ।
অর্থায়নে
ইয়াং হেল্প হিউম্যান বিডি
সার্বিক সহযোগিতায়
Robi Senbag এডমিন, সেনবাগ।
আয়োজনে
মোঃ জাহিদ এডমিন, সেনবাগ।
Md Azim এডমিন, সেনবাগ।
Hasnat Riad এডমিন, সেনবাগ।
Sultana Vinteha এডমিন, সেনবাগ।
Limon Bhuiyan এডমিন, সেনবাগ।
Ochana Pothik এডমিন, ঢাকা।
Azad Abulkalam এডমিন, ফ্রান্স।
Abdul Ohab Sujon এডমিন, সৌদি আরব।
Nur Uddin সদস্য, সাধারণ পরিষদ, সেনবাগ।
তাদের কিছু চলমান প্রজেক্টগুলোতে সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করুন।
২ Comments
ধন্যবাদ সম্মানিত সম্পাদক মহোদয়কে??????????❤️
very good response. Congratulations.