২৩৬ বার পড়া হয়েছে
মাটি
(শিরিন আফরোজ)
কাল মহাকাল ধরে তোমার স্পর্শে বসবাস সকল প্রাণের,
তোমার কোলে দোলে পৃথিবীর স্বর্গ নরক সকলের ।
তোমার ঘ্রাণ আপন আপন টান
তোমাতে বাঁধা জীবনের খেলাঘর,
কিছু চাওয়া আর কিছু পাওয়া
কিছু বলা আর কিছু না বলায় শেষ হয়ে প্রাণ
তোমাতেই বাঁধে চিরস্থায়ী ঘর ।
তোমায় ভেদ করে জন্মে গাছপালা
অন্ন দাও তুমি বাঁচার,
মায়াবী তুমি সয়ে যাও সবি
তোমার বুক পাতা বিছানায় জন্মে বাঁচার আহার ।
তোমার এক পিঠে সকলের চলাচল
চিরনিদ্রা অন্য পিঠে,
তোমার ঘ্রাণে মিশে যায় প্রতি প্রাণ !
বিধাতার ডাকে প্রাণের মিলনমেলা হবে হাশরের মাঠে ।
২ Comments
Congratulations
mahbuba chowdhury