মাগো যুদ্ধে যাবো
(রাশিদা আউয়াল)
৫/১২/২১
মাগো আমি যুদ্ধে যাবো দে-না আমায় যেতে
পাক সেনাদের প্রতিশোধ নিবো অস্ত্র নিবো হাতে।
তোর মুখে শুনেছি মাগো বাঙালি দিয়েছে প্রাণ
যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা বিশ্বে মহান।
মাগো আমায় দে-না যেতে তুলে নেবো হাতিয়ার
গুলির তোরে উড়িয়ে দেব শত্রু করবো সাবার।
লড়াই করে জিতবো মাগো যুদ্ধ হবে শেষ
বরণ মাল্য করবো জয় তোর দোয়ায় অশেষ।
মাগো আমি যুদ্ধে যাবো সহে না তোদের দুখ
ফিরে এসে দেখবো মাগো সবার হাসি মুখ।
পুত্র শোকে বাবা কাঁদেন অশ্রু নয়ন ঝরা
স্বামী সন্তান হারিয়ে মাগো সে যে সর্বহারা।
মাগো আমি যুদ্ধে যাবো সোনার দেশ গড়তে
লাল সবুজের পতাকা উড়াব আমার মাতৃভুমিতে।
দেশের মাটিতে যুদ্ধে করেছে বাংলার মুক্তিসেনা
বুকের রক্তে স্নান করলেও সে ঋণ শোধ হবে না।
আজও মাগো স্বপ্নে দেখি স্বাধীনতা ঝলমলে রঙিন
লক্ষ কোটি বছর হলেও, ভুলব না কোনো দিন।
দেশের তরে প্রাণ দিতে জেগে উঠবো আবার
স্বাধীনতার গৌরব রক্ষার দায়িত্ব, মাগো আমাদের সবার।
কানাডা
১ Comment
Good job,