মাগো
রাবেয়া আহমেদ চামেলী
মা তুমি হচ্ছো দীপ্ত আলো।
তোমায় দেখলে মনটা হয়ে যায় ভালো
তুমি আকাশে প্রজ্বলিত তারা,
তোমাকে কি ভুলতে পারি মোরা!
তুমি আছো মনের চিন্তায় চেতনায়,
মনের ভালবাসায় ও গভীর মোহনায়
সারাক্ষণ মনের চিন্তায় তোমাকেই ঘোরায়।
তুমি তো প্রতিটা পদক্ষেপে, পথচলায়
আমাদের মনের গভীরে ভালবাসায়
এক পরম শান্তির ছোয়ায়,
বেঁচে থেকো মনের অনাবিল আনন্দ ধারায়।
তবুও তোমার উপস্থিতির অভাবে
মনটা ভীষণ কাঁদায়।
মনে হয় কাশফুলের সাদায় সাদায়
একরাশ আনন্দের বিশাল ধারায়
মাকে যেন বিষন্নতায় হারায়।
মাগো মা তুমি কী সেই প্রজ্জ্বলিত তারায়
মন টাকে মোরা ব্যথার সাগরে হারায়।
সকল মায়ের প্রতি একরাশ ভালোবাসা ও শ্রদ্ধায়,
মন টা যেন সারাদিন মাকে খুঁজে বেড়ায়।
চিৎকার করে বলতে ইচ্ছে করে–
মাগো তুমি কোথায়, তুমি কোথায়?