মাকে শ্রদ্ধায় স্মরি
মোহাম্মদ শরিফ উদ্দিন
আমাদেরকে ছেড়ে গিয়েছ
সাতটি বছর আগে
তোমায় মনে পড়ে মাগো
গভীর অনুরাগে।
মায়ের কাছেই ছিল শত
আবদার অভিমান
মাকে তার একটুও দিইনি
কোনই প্রতিদান।
অসুখ হলে ঘুমাতো না মা
রাতদিন একাকার করে
সেবা যত্নে অসুখ তাড়াতো
যেন দু’হাত দিয়ে তারে।
আয়নার মতো ভেতরটা আমার
মুখ দেখেই বুঝতো মা
তাইতো কখনো লুকাতে পারিনি
ভেতরের কষ্টটা।
দুঃখ পেলেও হাসিমুখ দেখেছি
সে যে আমার মা
ভালোবাসা যার চিরকাল অটুট
একটুও বদলায় না।
সময় অসময়, বুঝে না বুঝে
উঁচু স্বরের কথা
সেসব এখন বুকে জাগায়
অনুশোচনার ব্যথা।
দুর্যোগেও পেয়েছি যার সমান
আদর, স্নেহ মায়া
মাথার ওপর একই রকম
মাতৃস্নেহের ছায়া।
নত শিরে তোমার কাছে
তুলি দু’টি হাত
মা’কে তুমি দাও হে প্রভু
শ্রেষ্ঠতর জান্নাত।
প্রতিবছর মে মাসের
দ্বিতীয় রবিবার
মা দিবসে শ্রদ্ধা জানায়
সকল সন্তান তোমার।
মায়ের পরম আশির্বাদে
নিয়েছি জীবন গড়ি
মা বিহীন এই মা দিবসে
গভীর শ্রদ্ধায় স্মরি।